ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:০৭ অপরাহ্ন

রাজশাহীতে প্রধানমন্ত্রীর দশটি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট: Monday, June 13, 2022 - 10:23 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী কমিশনার জিএসএম জাফরউল্লাহ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।