ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:২৭ অপরাহ্ন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

  • আপডেট: Monday, June 13, 2022 - 10:31 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ১১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিশু একাডেমীতে এই ক্রীড়া আনন্দ উৎসবের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এই উৎসবের আয়োজন করে।

পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা। ঢাকা ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু ও জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন।