ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:৫৪ পূর্বাহ্ন

কুমড়ার ভেতর মিলল ৩০ লাখ টাকার হেরোইন

  • আপডেট: Monday, June 13, 2022 - 10:27 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মিষ্টি কুমড়ার ভেতর হেরোইন ঢুকিয়ে অভিনব কায়দায় পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কুমড়ার ভেতর প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলার বাঘা উপজেলার মীরগঞ্জ মোড়ে এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ মণ্ডল (২০)। বাঘার বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, চারঘাট থেকে যাত্রীবাহী বাসে চড়ে আসছিলেন মাসুদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিষ্টি কুমড়াসহ তাকে বাসেই আটক করা হয়।

এ সময় তাঁর কুমড়ার ভেতর তিনটি প্যাকেটে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।