ঢাকা | মে ১, ২০২৫ - ১২:১৭ অপরাহ্ন

পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তনের পরামর্শ ইউজিসির

  • আপডেট: Sunday, June 12, 2022 - 6:43 pm

 

অনলাইন ডেস্ক: আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের সাথে সমন্বয় রেখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের পাঠ্যক্রম পরিবর্তনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই ক্যারিকুলামের আলোকে পাঠ্যক্রম তৈরি করা হলে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত এবং আঞ্চলিক ও বিশ্ব র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে যাওয়া সম্ভব।

রোববার ইউজিসি আয়োজিত ওবিই ক্যারিকুলাম বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দেশের গ্রাজুয়েটদের গড়ে তুলতে হবে। দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদেরকে চাকরি উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে। গ্রাজুয়েটরা যেন চাকরির ক্ষেত্রে নিজেকে তৈরি করতে পারে সেজন্য যোগাযোগ দক্ষতা, ভাষাজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিষয়াদি পাঠ্যক্রমে অথবা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে তিনি পরামর্শ দেন।

সব শিক্ষার্থীর উচ্চশিক্ষার প্রয়োজন নেই উল্লেখ করে প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, উচ্চ মাধ্যমিক সনদ অর্জনের পর দেশের সব শিক্ষার্থীর উচ্চশিক্ষার প্রয়োজন নেই। ঢালাওভাবে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা প্রয়োজনে ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা গ্রহণ করে চাকরির বাজারে প্রবেশ করতে পারে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে মুখস্তনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের করে আনতে হবে। পাঠ্যপুস্তকের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ রাখা যাবে না। তাদেরকে জ্ঞান অর্জন ও প্রয়োগ কৌশল শেখাতে হবে।

ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। একই বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় প্রশিক্ষণে ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS