মার্শাল আর্টের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে খেলতে যাচ্ছেন রাজশাহীর দুই খেলোয়াড়
স্টাফ রিপোর্টার: ইন্দোনেশিয়ায় মার্শাল আর্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ পেঞ্চাক সিলাত দলের হয়ে খেলতে যাচ্ছেন রাজশাহী দুই খেলোয়াড়। এ দুই খেলোয়াড় হলেন- চাঁদ মো. রকি ও মো. রাকিব।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে যাওয়া উপলক্ষে রোববার দুপুরে তারা নগর ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের সফলতা কামনা করেন মেয়র।