সোনালী সংবাদ

গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

 

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আড্ডা-সারাইগাছি সড়কের দেওপুরা মোড়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছে।
গত শনিবার রাত ১০ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার অফিসার ইনআার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, রাস্তা পারাপারের সময় আড্ডা থেকে সারাইগাছি গামী একটি অজ্ঞাতনামা ট্রাক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। ফলে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি (৫৫) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আশেপাশের লোকজন দূর্ঘটনা দেখে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এবং থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত্যু ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

 

 

Exit mobile version