ঢাকা | অক্টোবর ১, ২০২৪ - ৬:২৯ পূর্বাহ্ন

নওহাটায় আলিম ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়

  • আপডেট: Sunday, June 12, 2022 - 9:37 pm

 

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নওহাটা ছালেহিয়া দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসায় ২০২২ সালের আলিম ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং নবাগত আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা আলতাফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আলিম ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং নবাগত আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।

মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ্যারাবিক বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো: আব্দুস সালাম আল মাদানি, নওহাটা পৌর ওয়ার্ড কাউন্সিলর-১ ও প্যানেল মেয়র-২ দিদার হোসেন ভুলুসহ পরীক্ষার্থী, অত্র মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।