গোদাগাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলার মহিষালবাড়ী সাগরপাড়া এলাকার রায়হান আলী (২৫) ও দিয়াড় মানিকচক পশ্চিমপাড়ার সোহেল রানা (৩৬)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শনিবার সন্ধ্যায় রায়হান আলীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।