ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৪:২১ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • আপডেট: Saturday, June 11, 2022 - 9:37 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এএসআই ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের এক সপ্তাহের ‘বেসিক ইন্টেলিজেন্স’ শুরু হয়েছে। এতে ২০ জন অংশ নিয়েছেন।

শনিবার সকালে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম। তিনি দুটি সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম।