বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর রউফ তালুকদার
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হয়েছেন আব্দুর রউফ তালুকদার। আগামী ৩ জুলাই বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হওয়ার পর এ দায়িত্বে আসছেন তিনি।
শনিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ৪ জুলাই তাকে যোগ দিতে বলা হয়েছে।
জ্যেষ্ঠ সচিব রউফ তালুকদার তার বর্তমান সরকারি চাকরি থেকে অবসর নিয়ে গভর্নরের দায়িত্ব পালন শুরু করবেন।
বর্তমান গভর্নর মো. ফজলে কবির আগামী ৩ জুলাই বিদায় নেবেন। তিনি ২০১৬ সালে চার বছরের জন্য নিয়োগ পেলেও পরে তার মেয়াদ বাড়ানো হয়।