ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:০৫ পূর্বাহ্ন

সপ্তাহখানেকের মধ্যেই এমপিওভুক্তির ঘোষণা: শিক্ষামন্ত্রী

  • আপডেট: Friday, June 10, 2022 - 4:59 pm

অনলাইন ডেস্ক: সপ্তাহখানেকের মধ্যে নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের জন্য এমপিওভুক্তির সংবাদ আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১০ জুন) বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহেই আমরা এমপিওভুক্তির একটি সংবাদ দিতে পারবো বলে আশা রাখছি। এমপিওভুক্তির যে কাজটি আমরা করছি সেটি খুব দ্রুতই প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। তবে এর সংখ্যা কত সেটি এ মুহূর্তে বলতে পারছি না।

এ সময় ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক এমন একটি পরিস্থিততিতে ভালো একটি বাজেট হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শতকরা প্রায় ২০ শতাংশ বেড়েছে। সুতরাং সন্তুষ্ট না হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের গবেষণায় বরাদ্দ বেড়েছে। এখন বরাদ্দকৃত টাকা কত ভালোভাবে কাজে লাগাতে পারব সেটি মূল বিষয়।

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর