ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:৪৭ অপরাহ্ন

সনাতন সম্প্রদায়ের দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 9, 2022 - 8:46 pm

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পদ্মার শাখা পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে সনাতন সম্প্রদায়ের দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে পাপ মোচনের আশায় রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, ঢাকাসহ সারা দেশের, সকল বয়সের প্রায় ১৫ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুুরুষ এতে অংশ নেন। নদীতে স্নান ছাড়াও অনুষ্ঠিত হয় নদী তীরে পুজো, প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্ত্তনসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান।

যুগ যুগ থেকে প্রতিবছরই এস্থানে গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। কিন্তু গত ২ বছর করোনা ভাইরাসের কারণে বন্ধ ছিল।

কানসাট গঙ্গাশ্রম কমিটি এই স্নান অনুষ্ঠানের আয়োজন করে। গঙ্গা স্নানকে ঘিরে কানসাট এলাকাটি সনাতন সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। নদীতে স্নান ও পূজো অর্চনা শেষে পূর্ণার্থীরা অংশ নেন ধর্মসভায়।

এদিকে, এ স্নানানুষ্ঠানকে ঘিরে কানসাটের পাগলা নদীর তীরে বসেছে গ্রামীন মেলা। মেলায় রয়েছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, সনাতন ধর্মীয় বিভিন্ন উপকরণ, খেলনা ও খাবারের দোকান। এদিকে এ উৎসবকে ঘিরে চলছে কীর্ত্তন, ভজন গীতি।