ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৩৯ পূর্বাহ্ন

লালপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাস সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Thursday, June 9, 2022 - 9:44 pm

 

লালপুর (নাটোর) প্রতিনিধি: ক্যাডার বাহিনী নিয়ে সন্ত্রাসী কায়দায় সাধারন মানুষকে মারধর করে এলাকায় ত্রাস সৃষ্টি, শালিশী বৈঠক ও কথোপকথন কালে অসামাজিক আচরণ ও একতরফা ফায়সালা প্রদান, অশ্লীল বাক্যে গালিগালাজ এর প্রতিবাদে নাটোরের লালপুরে তোফা নামের এক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারন।

বুধবার বিকেলে উপজেলার বেরিলাবাড়ী (জামতলা) মোড়ে মানববন্ধনটি শুরু হয়ে প্রায় হাজার খানেক জনসাধারনের উপস্থিতিতে মানববন্ধনটি ১ কিলোমিটার বিস্তৃত হয়ে বেরিলাবাড়ী বাজার পর্যন্ত গড়ায়।

বক্তারা জানান, তোফাজ্জল হোসেন তোফা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে বিএনপি’র একাংশের ভোটে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই সে বেপরোয়া আচরন শুরু করে।

মানববন্ধন চলাকালে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আজিজুল আলম মক্কেল, সমাজসেবক আলহাজ্ব সোলায়মান হোসেন, তোফা চেয়ারম্যানের হাতে নির্যাতিত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, তোফা চেয়ারম্যানের ক্যাডারদের হাতে নির্যাতিত শহিদুল ইসলাম, আব্দুল আলীম প্রমুখ।

এ বিষয়ে দুড়দুড়িয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, মানববন্ধনে আমার বিরুদ্ধে যে বক্তব্য দেয়া হয়েছে, তা ষড়যন্ত্র মূলক।