ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:০৯ অপরাহ্ন

মোহনপুরে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, June 9, 2022 - 10:25 pm

 

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শ্রমিকের নাম রনি হোসেন (১৬)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড়চাতর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সকালে মোহনপুর উপজেলার পাকুড়িয়া ডিগ্রী কলেজের পুরাতন ভবনের একটি কক্ষে রনির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার সাথে থাকা শ্রমিকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সইপাড়া-মাদারীগঞ্জ রাস্তা নির্মাণের কাজ চলছে। এ কাজের একাধিক শ্রমিক পাকুড়িয়া ডিগ্রী কলেজের পুরাতন একটি ভবনে থাকেন। বৃহস্পতিবার সকালে মৃত ওই শ্রমিকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সহকর্মীরা মোহনপুর থানা পুলিশেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের লোকজন এখনো থানায় আসেনি। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।