ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ১২:১০ পূর্বাহ্ন

বিরসা মুন্ডার ১২২তম আত্মত্যাগ দিবস পালন

  • আপডেট: Thursday, June 9, 2022 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা বিরসা মুন্ডার ১২২তম আত্মত্যাগের দিবস পালন করা হয়েছে। বেসরকারি সংস্থা সিসিবিভিও এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। কর্মসূচিতে রাজশাহীর গোদাগাড়ীর ৩৫টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন অংশগ্রহণ করে।

সকালে সিসিবিভিও’র গোদাগাড়ীর রাজাবাড়িহাট শাখা কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে গিয়ে বিরসা মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। রক্ষাগোলা সমন্বয় কমিটির উপদেষ্টা প্রসেন এক্কা এতে সভাপতিত্ব করেন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা রক্ষাগোলার প্রধান রুপলাল টপ্প। বক্তব্য রাখেন সিসিবিভিও’র হিসাবরক্ষক এএইচএম তারিক। এছাড়াও উপস্থিত ছিলেন মনিটরিং কর্মকর্তা শাহাবুদ্দিন সিহাব, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা হেমব্রম, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত, ভূমি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম নিরব।