ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৭:২১ অপরাহ্ন

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 8, 2022 - 8:55 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. শাজাহান (২৮)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া লইল্যাপাড়া গ্রামে তার বাড়ি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর দাশপুকুর ব্যাংক কলোনী এলাকা থেকে শাজাহনকে গ্রেপ্তার করে। তাঁর কাছে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের তিন কেজি গাঁজা পাওয়া গেছে।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহাজানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আসামি শাজাহানকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।