ঢাকা | মে ১৫, ২০২৫ - ১২:০০ পূর্বাহ্ন

রাকাব পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, June 8, 2022 - 9:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ে রইছউল আলম মন্ডল। পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ রাকাবের প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান রাকাব ঢাকা কর্পোরেট শাখা থেকে এবং পরিচালনা পর্ষদের পরিচালক রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, প্রাণীসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক এমদাদ হোসেন সেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ ও মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক সাহেদ আলী তাঁদের নিজ কার্যালয় থেকে সভায় অংশ নেন। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS