ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:৫৯ পূর্বাহ্ন

ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, চলছে কনটেইনার অপসারণ কাজ

  • আপডেট: Wednesday, June 8, 2022 - 12:45 pm

অনলাইন ডেস্ক: সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও উড়ছে ধোঁয়া। এরই মধ্যে কনটেইনার সরানোর কাজ শুরু করেছে ডিপো কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুন) সরেজমিন বিএম ডিপো ঘুরে দেখা যায়, ডিপোর প্রধান ফটক বন্ধ করে চলছে কনটেইনার অপসারণের কাজ। আগুনের কুণ্ডুলি দেখা না গেলেও ধংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮-বীর এর লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, আমরা সবার আগে গুরুত্ব দিয়েছি নিরাপত্তার বিষয়টি। তাই সবকিছু নিশ্চিত হওয়ার পরই আমরা অপসারণ কাজ শুরু করি।

২৪ ঘন্টার মধ্যে ৭০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও ধোঁয়া উড়ছে। কনটেইনার সরানোর কাজ চলছে। এছাড়া সেনাবাহিনীর একটি তদন্ত দল অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত কাজ করছে। এ কাজে সেনাবাহিনীকে সহায়তা করছে নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিস।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর আমরা সব জায়গায় তল্লাশি চালিয়েছি। কোনও মরদেহ পাওয়া যায়নি। যদি কনটেইনারের মধ্যে মরদেহ পাওয়া যায় তাহলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

সোনালী/জেআর