ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৭:১৭ অপরাহ্ন

নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা

  • আপডেট: Tuesday, June 7, 2022 - 10:41 pm

 

স্টাফ রিপোর্টার: বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য’ প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। রাজশাহী বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সাঈদ আঞ্জু, আঞ্চলিক কৃষি অফিসার মো. আব্দুল্লাহ-হিল-কাফি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খায়ের উদ্দীন মোল্লা, রাজশাহী হোটেলে রেস্তোরাঁ মালিক সমতির সভাপতি রিয়াজ আহমেদ খান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।