ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

পুলিশ পিটিয়ে কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা

  • আপডেট: Tuesday, June 7, 2022 - 10:38 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুলিশ পেটানোর মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠিয়েছে। এই ছাত্রলীগ নেতার নাম নাঈম হাসান। তিনি পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

এর আগে সোমবার দুপুরে বানেশ্বরে আতিকুর রহমান নামে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। আতিকুর জেলা পুলিশে কর্মরত। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বানেশ্বর কলেজ মাঠে আম নিয়ে আসার সময় একটি ইজিবাইক নাঈমের বাবার ভটভটিতে ধাক্কা দেয়। এতে নাইমের বাবা আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে যায়। এ সময় কিছু না বুঝেই নাঈম পুলিশ সদস্য আতিকুর রহমানকে মারধর শুরু করেন। পরে পুলিশ ও লোকজন তাকে নিবৃত্ত করেন।

ওসি জানান, এ ঘটনায় পুলিশ নাঈম ও তার বাবার বিরুদ্ধে মামলা করেছে। নাইমকে ঘটনার সময়ই আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।