ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১:৫৮ অপরাহ্ন

স্বামীর বাসা থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, June 6, 2022 - 6:53 pm

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: স্বামীর বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের জান্নাতুল মাওয়া দিশা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকেল ৩টার দিকে ঢাকার বাসা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।

জান্নাতুল মাওয়া দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের নওয়াপাড়ায়।

অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, বছরখানেক আগে দিশার বিয়ে হয়। তার শ্বশুড় বাড়ি কুষ্টিয়ায়। স্বামী ঢাকায় থাকেন। দিশা খুবই নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তিনদিন আগে সে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় স্বামীর কাছে যায়। সেখানে আজ দুপুর সোয়া ২টার দিকে দিশার স্বামী আমাদের ফোন করে তার আত্মহত্যার খবর জানায়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি।