ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৮:৩৫ পূর্বাহ্ন

যে কারণে নাম বদলে ফেলল তুরস্ক

  • আপডেট: Monday, June 6, 2022 - 1:58 pm

অনলাইন ডেস্ক: তুরস্কের নতুন নাম তুর্কিয়ের (টার্কিয়ে) স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার এ স্বীকৃতি দেওয়া হয়। উৎসবের ভোজের পাখির সঙ্গে মিলে যাওয়া ছাড়াও আরও দুই কারণে তুরস্ক দেশটির নাম পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএনের।

দেশের নাম পরিবর্তনের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু বলেছেন, এটি আমাদের দেশের ‘ব্র্যান্ড ভ্যালু’ তথা মর্যাদাপূর্ণ পরিচিতি বাড়াবে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে নতুন নাম তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধ প্রকাশের সবচেয়ে ভালো উপায়।

ইস্তাম্বুলভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইডিএএমের চেয়ারম্যান সিনান উলগেন বলেন, পাখির নাম থেকে আলাদা করাই তুরস্কের নাম পরিবর্তনের মূল কারণ। এ ছাড়া কথ্যভাষায় ব্যর্থতা বোঝাতেও এই শব্দ ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা তুর্কিরা আগামী বছরের জুনে নির্বাচনে যাচ্ছেন। নাম পরিবর্তনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করেন তিনি।