সোনালী সংবাদ

শহীদ জামিল হত্যার পুনর্বিচার চাইলেন শাহরিয়ার কবির

স্টাফ রিপোর্টার: জামায়াত-শিবিরের ক্যাডারদের হাতে ১৯৮৮ সালে নির্মমভাবে নিহত রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রমৈত্রীর নেতা শহীদ ডা. জামিল আকতার রতন হত্যা মামলার পুনর্বিচার দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে শহীদ জামিলের সমাধীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ দাবি জানান। শাহরিয়ার কবির বলেন, ‘শহীদ জামিল মুক্তিযুদ্ধের পক্ষের একজন সৈনিক ছিলেন। জামায়াত-শিবিরের ক্যাডাররা তাকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু এর সঠিক বিচার আজও হয়নি। পুনর্বিচার চাওয়া এখন সময়ের দাবি।’

তিনি বলেন, ‘শহীদ জামিলের মত অনেক হত্যাকাণ্ডের তদন্তে এবং বিচারে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রভাবিত করা হয়েছে। তাই আমরা শহীদ জামিলের হত্যার পুনর্বিচার দাবি করছি।’

এ সময় নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য সিরাজুর রহমান খান, আবদুল মতিন, মনির উদ্দিন পান্না, নগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান ওহি, সাবেক ছাত্রনেতা তামিম সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Exit mobile version