রাবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২৭
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৯ শতাংশ। ঢাবির গ ইউনিটের রাবি কেন্দ্রর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের এখানে পরীক্ষার্থী ছিল ১৮৬১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১৮৩৪ জন। অনুপস্থিত মাত্র ২৭ জন। যা শতাংশের হিসেবে ১ শতাংশ।
এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় তার সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল ইসলাম , ছাত্র উপদেষ্টা তারেক নূর উপস্থিত ছিলেন।