ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু রাজশাহী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট: Friday, June 3, 2022 - 9:06 pm

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে আমানা গ্রুপ দ্বিতীয় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় রাজশাহী কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজক কমিটির চেয়ারম্যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও বাইরের বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। আগামী ৬ জুন মাঠে গড়াবে খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, গতবারের চেয়ে এবার আরো বেশি জাকজমকপূর্ণভাবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি বাইরের বিভিন্ন দেশের নামকরা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। এটি রাজশাহীর টিম মালিক ও তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। আগামীতে রাজশাহী থেকে অতীতের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে আশা করি।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এফবিসিসিআইয়ের পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক, রাসিকের প্যানেল মেয়র-২ রজব আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, অতিথি আপ্যায়নের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সানজিমুল ইসলাম, মো. শাহাজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৬ জুন থেকে প্রতিদিন টুর্নামেন্টের ২টি করে খেলা অনুষ্ঠিত হবে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে। ৬টি দলকে নিয়ে সিঙ্গেল লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হবে। লীগ পর্বে শীর্ষস্থান অধিকারী ৪টি দল নিয়ে এলিমেটর পর্ব শেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গত ২২ মে আইকন ও ২৮ মে ১৪৬ জন খেলোয়াড় ড্রাফটের মাধ্যমে ৬টি দলে স্থান করে নেন। টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দল হলো- শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, সেস্টিনেলস, মুক্তি সংঘ, রাইমা রেঞ্জার্স, ন্যাশনটেক ক্রিকেটার্স এবং ফাইটার রাজশাহী। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আমানা গ্রুপ। পাওয়ার বাই অতিথি আপ্যায়ন।