ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১২:২৬ পূর্বাহ্ন

লালপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট: Thursday, June 2, 2022 - 9:05 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মারপিটে দুড়দুড়ীয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামের সালাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত এবং দুই নারীকে আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার দিবাগত রাতে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের গন্ডিবল গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার গন্ডিবল গ্রামের ছাবেদ আলীর সাথে একই গ্রামের দুই হাত কাটা প্রতিবন্ধী আরজেদ আলীর জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাতে আরজেদ আলীর বাড়িতে গিয়ে তার পুত্র সালাম আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।

এ সময় সালাম আলীকে রক্ষার জন্য এগিয়ে এলে তার মা সালেহা বেগম (৪৫) ও স্ত্রী খুশি বেগম (২৫) কে মারধর করে।

স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সালামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালামের মৃত্যু হয়।

এ ব্যাপরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পিতা প্রতিবন্ধী আরজেদ আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।