ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১০:২৮ পূর্বাহ্ন

বিমানবন্দরে কৃষিমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন বিএমডিএ চেয়ারম্যান

  • আপডেট: Wednesday, June 1, 2022 - 10:59 pm

প্রেস বিজ্ঞপ্তি: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। বুধবার বিকালে ৫টা ২০ মিনিটে রাজশাহীর হযরত শাহ মখদুম রহ: বিমানবন্দরে পৌছান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় তাকে অভ্যর্থনা জানান বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদসহ বিএমডিএর কর্মকর্তারা। কৃষিমন্ত্রীর সফর সূচী অনুযায়ী জানা গেছে, দুই দিনের সরকারি সফরে ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দর হয়ে নাটোর ও পাবনা গেছেন কৃষিমন্ত্রী। নাটোরে তিনি প্রাণ ফ্যাক্টরি ও ঔষধি গ্রাম পরিদর্শন করবেন। পরে তিনি পাবনার ঈশ্বরদীতে লিচুবাগান পরিদর্শনসহ বোরো ব্রি ধান ৮৯ এর কর্তন ও লিচু মেলার উদ্বোধন করবেন। পরে বিএসআরআই উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করবেন।