ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:০৭ পূর্বাহ্ন

বট গাছের নিচে দিন কাটাচ্ছেন ৩টি পরিবার

  • আপডেট: Wednesday, June 1, 2022 - 10:23 pm

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পাটিচরা ইউনিয়নে পত্নীতলা-রাঙ্গামাটিহাট রাস্তা ও আত্রাই নদীর বাঁধে বাগুড়িয়া মোড়ের নিকটে অবস্থিত একটি শতবর্ষী বটগাছ সম্প্রতি কালবৈশাখী ঝড়ে হেলে গেলে ও গাছের গোড়াতে ফাটল দেখা দেওয়ায় সেখানে বসবাসরত ৩টি পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মনরঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম ও পলাশ সরকারের পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ঝড়ে ওই গাছটি হেলে যাওয়ায় ও গোড়ায় ফাটল দেখা দিয়েছে বলে তাঁরা দাবি করেন। গাছটি ঝড়ে পড়ে যাওয়ার আতঙ্কে তাঁরা আকাশে কালো মেঘ দেখতে পেলে গবাদিপশুসহ বাড়ির সকলে অন্যত্র আশ্রয় নিয়ে থাকেন। রাতে ওই পরিবার গুলোকে চরম আতঙ্কে কাটাতে হয়।

এদিকে একই রাস্তায় কাশিপুর বাজার মোড়ে শতবর্ষী একটি বট গাছ সম্প্রতি ঝড়ে মোটা একটি ডাল ভেঙ্গে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় এক দোকানি। বট গাছ ২টি নওগাঁ জেলা পরিষদের বলে স্থানীয়রা জানান। এবিষয়ে পাটিচরা ইউপি চেয়ারম্যান ছবেদুল ইসলাম (রনি) আতঙ্কিত পরিবারের ঘটনা নিশ্চিত করেছেন। জরুরী ভিত্তিতে গাছ ২টি অপসারণ করা প্রয়োজন বলে স্থানীয়রা মনে করেন।