ঢাকা | মে ১০, ২০২৫ - ১২:২০ পূর্বাহ্ন

টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

  • আপডেট: Tuesday, May 31, 2022 - 8:38 pm

 

অনলাইন ডেস্ক: ব্যাটিংয়ের খারাপ সময় কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন মুমিনুল নিজেই।

মুমিনুল জানান, বিসিবি সভাপতি তাকে অধিনায়কত্ব ছাড়ার কথা বলেনি। তিনি নিজেই সস্ত্রীক পাপনের রাজধানীর গুলশানের বাসায় এসে অধিনায়ক না থাকার সিদ্ধান্ত জানান।

অভিমান থেকে এমন সিদ্ধান্ত কি না জানতে চাইলে মুমিনুল বলেন, ‘না, অভিমান থেকে না।’

মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে গেলো ক’দিনে কম কথা হয়নি। অধিনায়কত্বের চাপে চিড়েচ্যাপটা দশা ‘লিটল মাস্টারের’ এরই মধ্যে বিকল্প ভাবছে বিসিবি, এমন গুঞ্জনও ক্রিকেট পাড়ায় কান পাতলে শোনা যেত। এরই মধ্যে আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছিলেন টেস্ট অধিনায়ক। তারপরই গণমাধ্যমকে জানিয়ে দিলেন, অধিনায়কত্বের পদে আর থাকছেন না তিনি।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS