ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা

  • আপডেট: Tuesday, May 31, 2022 - 10:56 pm

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিজ পিস্তলের গুলিতে শরীফ হোসেন (৬৩) নামে একজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস। নিহত শরীফ দেওপুরা গ্রামের মৃত. ইয়াহিয়ার ছেলে।

ওসি দিলীপ কুমার দাস জানান, ‘নিজ বাড়ির দোতলায় শয়ন কক্ষে শরীফ হোসেন নিজের লাইসেন্সকৃত পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। মৃত্যুর কারন তদন্তাধীন রয়েছে। তবে পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই শরীফ দুশ্চিন্তাগ্রস্থ ছিলো। ওসি আর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।’