ঢাকা | মে ১৬, ২০২৫ - ২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচাভিত্তিক সেমিনার

  • আপডেট: Tuesday, May 31, 2022 - 10:20 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচাভিত্তিক ‘বঙ্গবন্ধু ইন প্রিজন: দ্য প্রিজন ডায়রিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলম। সেমিনারে আলোচক ছিলেন ঢাকার ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS