রাসিকের বাজেট প্রণয়নে সভা
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের মূলতবী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগর ভবনের সিটিহল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার।
সভায় কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, রুহুল আমিন, এস.এম মাহবুবুল হক, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নাদিরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।