ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা

  • আপডেট: Sunday, May 29, 2022 - 8:31 pm

স্টাফ রিপোর্টার: আগামী ১২ জুন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সিবিএ নির্বাচন। এ উপলক্ষে রোববার সকালে বিএমডিএ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এতে নেতৃত্ব দেন বিএমডিএ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জীবন।

প্রথমে নগরীর কুমারপাড়ায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সেখানে দোয়া করে নির্বাচনের প্রচার শুরু করা হয়।

এসব কর্মসূচিতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল আলম পিটার, মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম উদ্দিন, সহ-অর্থ রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক দেব্রত সিনহা দেবু, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।