ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Sunday, May 29, 2022 - 9:20 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলার সুখানদিঘী গ্রামে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে থানার পুলিশ।

মৃত ওই বৃদ্ধার নাম জামিল হোসেন (৫৮)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মৃগী রোগী ছিলেন বলে জানিয়েছে থানার পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, তাঁর পরিবারের ভাষ্য অনুযায়ী বৃদ্ধ জামিল মৃগী রোগী ছিলেন। তাঁর বাবাও একই ভাবে মারা গেছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামিল বাড়ি ফেরার পথে পাশের একটি পুকুরে ডুবে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।