ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১১:০৪ অপরাহ্ন

চারঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট: Sunday, May 29, 2022 - 9:31 pm

 

চারঘাট প্রতিনিধি: চারঘাটে সড়ক দুর্ঘটনায় আব্বাস আলী (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের মহিলা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী চারঘাট পৌরসভাধীন গৌড়শহর নতুনপাড়া গ্রামের মৃত আয়নাল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আব্বাস আলী মোটরসাইকেল যোগে চারঘাট-বাঘা সড়ক দিয়ে বানেশ্বর বাজারের দিকে যাচ্ছিল। মহিলা রোডের কাছে পৌঁছালে একটি সিএনজির সাথে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আব্বাস গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজি আরোহী আরো দুইজন আহত হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।