ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৮:৫৭ অপরাহ্ন

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট: Sunday, May 29, 2022 - 9:28 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট সদরের মন্ত্রীরোড এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপন চৌধুরী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাপন উপজেলার মেরামাতপুর গ্রামের অবনী চৌধুরীর ছেলে। চারঘাট পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাপন চারঘাট সদরের মন্ত্রীরোডের আজিজুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিল।

এ সময় দুর্ঘটনাবশত: সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে ইসিজিসহ যাবতীয় পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।