ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৭:৫০ পূর্বাহ্ন

ব্রাজিলে ভারি বর্ষণে বন্যায় ৩৫ জনের প্রাণহানি

  • আপডেট: Sunday, May 29, 2022 - 12:42 pm

অনলাইন ডেস্ক: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আটলান্টিক মহাসাগরের উপকূলীয় দুটি শহরে এ বন্যায় স্থানীয় সময় শুক্র ও শনিবার এ প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার কানাডার গ্লোবাল নিউজ এ খবর জানিয়েছে।

গত পাঁচ মাসের মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে এটা চতুর্থ বন্যার ঘটনা। প্রবল বর্ষণের কারণে পারনেমবুকো প্রদেশের অনেক স্থানে ভূমিধস দেখা দেয়।

প্রদেশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট অনুসারে, পারনেমবুকো প্রদেশে শনিবার বিকেল পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। কারণ, বৃষ্টির কারণে পাহাড়ি শহরদুটিতে অনেক স্থানে ভূমিধস হয়েছে।

প্রাদেশিক সরকারের মতে, ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অস্থায়ীভাবে আরও ৭৬৫ জনকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ব্রাজিলের ফেডারেল জরুরী পরিষেবা অনুসারে প্রতিবেশী রাজ্য আলাগোসের কর্তৃপক্ষ দুটি মৃত্যুর নিবন্ধন করেছে।

এর আগে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে উত্তর-পূর্ব ব্রাজিলে অবস্থিত বাহিয়া রাজ্যে বৃষ্টিপাতের কারণে কয়েক ডজন লোক নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

জানুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সাও পাওলোতে বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে রিও ডি জেনিরো রাজ্যের পাহাড়ে প্রবল বর্ষণে ২৩০ জনেরও বেশি মানুষ মারা যান।

সোনালী/জেআর