ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ২:১৯ পূর্বাহ্ন

জামিল দিবসকে সামনে রেখে ওয়ার্কার্স পার্টির দুই থানার সভা

  • আপডেট: Friday, May 27, 2022 - 9:41 pm

স্টাফ রিপোর্টার: আগামী ৩১ মে শহীদ জামিল আকতার রতনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোর্ট স্টেশনে শহিদ জামিল আকতার রতন স্মৃতি সংসদে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল মতিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। সভায় আগামী ৩১ মে শহিদ জামিল দিবসকে সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তৃণমূলে সংগঠনের অবস্থানসহ নিয়েও সভায় বিস্তারিতভাবে আলোচনা করেন দুই থানা কমিটির নেতারা।

সভায় বক্তব্য দেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরুদ্দীন পান্না, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল, কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু, মোকলেসুর রহমান মুকুল, সাহারুল ইসলাম টিয়া, মাসুম আকতার অনিক, মাসুম রেজা বিদ্যুৎ, তৌহিদ উদ্দীন বিদ্যুৎ, সামসেদ হোসেন মডি, মাসেন ঘোষ, শাহ আলম প্রমুখ।