ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৩:৩৩ অপরাহ্ন

পুঠিয়ায় ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট: Friday, May 27, 2022 - 9:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ^রে মার্সেল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল চারটায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মার্সেলের সৌজন্যে বানেশ্বর ফুটবল একাডেমি এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্ট শেষে চাম্পিয়ন দলকে মার্সেলের সৌজন্যে একটি ফ্রিজ ও রানার আপ দলকে এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।

টুর্নামেন্টে অতিথি হিসেবে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা ও মার্সেল ব্যান্ড এ্যামবাসেডর আমিন খান ও চিত্র নায়িকা অপু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মো সাখাওয়াত হোসেন, মো. ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন মিলন, হাজী ওবাইদুল হক সন্সের স্বত্বাধিকারী মো. ওবাইদুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে কাঁঠালবাড়িয়া ফুটবল একাডেমির কাঁঠালবাড়িয়া একাদশ এবং সাব্বির একাদশ নরসিংদী গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।