ঢাকা | মে ১৬, ২০২৫ - ১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ৯১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Thursday, May 26, 2022 - 9:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৯১০ পিস ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. রকিব (৪০)। রাজশাহীর চারঘাট উপজেলার গৌরশহরপুর নতুনপাড়া গ্রামে তার বাড়ি। বুধবার রাত ৮টায় চারঘাটের জয়পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, রকিব একজন মাদক ব্যবসায়ী। রাতে অটোরিকশায় চড়ে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Hi-performance fast WordPress hosting by FireVPS