ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১১:০৫ অপরাহ্ন

নাশকতার মামলায় রাজশাহীতে সাংবাদিক গ্রেপ্তার

  • আপডেট: Thursday, May 26, 2022 - 9:53 pm

স্টাফ রিপোর্টার: নাশকতার মামলায় রাজশাহীর এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম ফয়সাল আহমেদ (৩২)। তিনি ঢাকার একটি অনলাইন নিউজপোর্টালের রাজশাহী জেলা প্রতিনিধি। বিএনপি-জামায়াতের সরকারবিরোধী আন্দোলনের সময় ২০১৩ সালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তিনি চার্জশিটভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

নগরীর বোয়ালিয়া থানা পুলিশ মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে নগরীর দোসর মণ্ডলের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেক আগে নাশকতার এ মামলাটির অভিযোগপত্রও দাখিল হয়েছে। আসামি ফয়সাল আহমেদ পলাতক ছিলেন। তবে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।