ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:১০ অপরাহ্ন

সাংবাদিকদের সিআরসি, সিডো ও মীনা বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট: Thursday, May 26, 2022 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সাংবাদিকদের অংশগ্রহণে সিআরসি, সিডো ও মীনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাজশাহীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার থেকে এই কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজনে সহযোগিতা করেছে। বৃহস্পতিবার সকালে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি রফিকুল ইসলাম।

পিআইবির প্রশিক্ষণ কো-অর্ডিনেটর ও পরিচালক আফরাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, রাজশাহী জেলা তথ্য কর্মকর্তা নাফেয়ালা নাসরিন ও আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হক।