ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:২৩ পূর্বাহ্ন

পবায় পল্লী উন্নয়ন দলের সদস্যদের মাঝে চেক বিতরণ

  • আপডেট: Thursday, May 26, 2022 - 10:54 pm

স্টাফ রিপোর্টার: পবায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় সুফল ভোগী পুরুষ ও মহিলা পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় বিআরডিবি এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ঋণের চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিআরডিবি রাজশাহীর উপপরিচালক মো. মিজানুর রহমান এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, ডিপিডি আবু হাসান মো.সাঈদ।

বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা সদস্যসহ বিআরডিবি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য পল্লী উন্নয়ন দলের আঠারো জন সদস্যের মাঝে জনপ্রতি এক লক্ষ পঁচিশ হাজার করে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।