ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১:৫০ অপরাহ্ন

হরিয়ান ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট: Thursday, May 26, 2022 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।

বাজেটে আয় ধরা হয় এক কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮৪৩ টাকা, ব্যয় এক কোটি ৬৮ লাখ ২৫ হাজার ৬৩০ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয় ৩৭ হাজার ২১৩ টাকা। বাজেট সভায় সভাপতিত্ব করেন হরিয়ান ইউপি’র চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম বাচ্চু।

বাজেট পাঠ করেন ইউপি’র সচিব মো. ওবায়দুল্লাহ্। বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নূরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আক্কাস আলী, রফিকুল ইসলাম, আক্কাছ আলী, মোস্তফা, রেশমা বিবি, রাশিদা বেগম, কোহিনুর বেগমসহ ইউপি’র কর্মকর্তা-কর্মচারি ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।