ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৬:৫৫ অপরাহ্ন

রাজশাহীতে শ্রমিকদের মাঝে ৪৩ লাখ টাকার চেক বিতরণ

  • আপডেট: Thursday, May 26, 2022 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অসুস্থ, দুর্ঘটনায় আহত শ্রমিক, নিহত শ্রমিকদের পরিবার এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের মাঝে আর্থিক অনুদানের ৪৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুদানের চেক বিতরণ করা হয়।

বিভাগীয় শ্রম দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্টেড ইউনিয়ন মোহাম্মদ আমিনুল হক। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রাজিয়া সুলতানা, মিজানুর রহমান, আল মুতাজিদুল ইসলাম, শ্রম কর্মকর্তা সালমা খাতুন, শ্রম কল্যাণ সংগঠক গোলাম মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার ৯৫ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ৪৩ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।