াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৪:২১ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ভাতিজাদের হাতে প্রাণ গেল চাচার

  • আপডেট: Thursday, May 26, 2022 - 9:54 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজাদের মারপিটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম মো. ওয়াহেদ (৬০)। উপজেলার আমতলী ঝিকড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে ভাতিজাদের সঙ্গে মারামারিতে ওয়াহেদ গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হলে তিনি মারা যান।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তাঁর ভাতিজা মো. হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে ওয়াহেদসহ তাঁর পক্ষের চারজন এবং অন্যপক্ষের একজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ মারা গেছেন।

ওসি জানান, ওয়াহেদের মৃত্যুর পর তাঁর ভাতিজারা পালিয়েছেন। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS