ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট: Wednesday, May 25, 2022 - 11:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহযোগিতায় রাজশাহীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালা শুরু হয়েছে।

বুধবার থেকে শুরু হওয়া এ কর্মশালায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়েছেন। সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি রফিকুল ইসলাম।

পিআইবির প্রশিক্ষণ কো-অর্ডিনেটর শাহ আলম সৈকতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হক। প্রথম দিন বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক রুহুল আমিন কর্মশালার সেশন পরিচালনা করেন।