ঢাকা | নভেম্বর ১৮, ২০২৪ - ৮:৪৫ অপরাহ্ন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট: Wednesday, May 25, 2022 - 11:16 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক। বুধবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

সভায় জানানো হয়, আগামী ৪ থেকে ৭ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. রাজিউল হক, ডা. মো. বায়োজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।