ঢাকা | নভেম্বর ১৮, ২০২৪ - ৩:৩৪ অপরাহ্ন

ট্রাকে মুখ-পা বাঁধা হেলপারের মরদেহ উদ্ধার

  • আপডেট: Wednesday, May 25, 2022 - 10:26 pm

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল-আমিন (১৭) সিরাজগঞ্জ সদর উপজেলার মাহামুদপুর আমতলা এলাকার সুরুজ জামানের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, পাবনা-সিরাজগঞ্জ মহাসড়কের সাঁথিয়া উপজেলার মহিষাখোলা নতুন ব্রিজের কাছে ঢাকা মেট্রো-ট-১৩-০৩৫৪ নম্বরের ট্রাকটি থামানো ছিল। ২৪ মে মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন ট্রাকটির পাশদিয়ে যাবার সময় ট্রাক থেকে দুর্গন্ধ পায়।

তারা ট্রাকের চালকের আসনের পেছনে কেবিনে উঁকি দিয়ে পা ও মুখ বাঁধা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, গত ২১ মে আল-আমিন ঢাকার নারায়নগঞ্জ থেকে গো-খাদ্য বোঝাই করে সিরাজগঞ্জের কামারখন্দ একটি ফিড মিলে আসে। রাত হয়ে যাওয়ায় সে দিন ওই ফিড মিলে গো-খাদ্য দিতে না পেরে হেলপার আল-আমিনকে রেখে ট্রাকের চালক সিরাজগঞ্জে শহরে নিজ বাড়িতে চলে যায়। চালক পরদিন সকালে এসে ট্রাকটি না পেয়ে কামারখন্দ থানায় সাধারন ডাইরী করে। কামারখন্দ থানা পুলিশ ওই ফিড মিলের সিসি টিভির ফুটেজে দেখে ভোর চার টার দিকে ট্রাকটি ওই কারখানার সামনে থেকে বের হয়ে যায়।

ওসি আরো বলেন. ওই ট্রাকে প্রায় ১০ লাখ টাকার গোখাদ্য ছিল। ধারনা করা হচ্ছে দূর্বত্তরা ফিড মিলের সামনে থেকে ট্রাকের হেলপার কে ভুল বুঝিয়ে ট্রাকটি ওই স্থান থেকে নিয়ে যায়। পরে ট্রাকের হেলপার আল-আমিনকে হত্যা করে গো-খাদ্য লুট করে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। যারা এই হত্যা কান্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।