ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৮:২৯ পূর্বাহ্ন

লাঞ্চের পর বৃষ্টির বাগড়া, খেলা শুরু হতে দেরি

  • আপডেট: Wednesday, May 25, 2022 - 1:35 pm

অনলাইন ডেস্ক: শুরুতে গুঁড়িগুঁড়ি হলেও এখন বৃষ্টির বেগ বেড়েছে। লাঞ্চ বিরতির সময় পার হয়ে গেলেও তাই এখনই খেলা শুরু হচ্ছে না। স্বাভাবিকভাবেই উইকেটসহ মাঠের অনেকটা জায়গায় কাভার দিয়ে ঢাকা। বৃষ্টি থামলেই মাঠ পরিদর্শনে নামতে পারবেন আম্পায়াররা। এরপর জানা যাবে কতক্ষণ পর আবার শুরু হবে খেলা।

লাঞ্চ বিরতির আগে সকালের সেশনে মোট ২৪.১ ওভার খেলা হয়েছে। রান হয়েছে কেবল ৬৭। ২ উইকেট তুলে সকালের সেশনে এগিয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কা এখনো ১৫৫ রানে পিছিয়ে। ৭০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয় ডি সিলভা।

এর আগে দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। ১২ রানে ফিরলেন তিনি। এরপর লঙ্কান অধিনায়ক দিমুখ করুনারত্নকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব আল হাসান। রাউন্ড দ্যা উইকেট থেকে বাঁহাতি এই ওপেনারকে বোল্ড করেন তিনি। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে গেলেন নিজের দ্বিতীয় উইকেট।

এর আগে মুশফিক-লিটন দাসের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংস করেছে ৩৬৫ রান। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন। এছাড়া লিটন কুমার খেলে ১৪১ রানে ইনিংস।